Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ভাষা শহীদ আব্দুল জব্বার এর সৃতি জাদুঘর।
Location
উস্থি ইউনিয়ন
Details
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট/রেল স্টেশন/জব্বার চত্তর/বাস স্ট্যান্ড থেকে সিএন জি/ রিক্সা /বাস/অটো রিক্সা যোগে পাঁচুয়া বাজারে আসা যায়। ভাড়ার হার- ১০-১৫ -২০ টাকা। (জনপ্রতি)

ত বছরের কাল পরিক্রমায় রাওনা ইউনিয়নিস্তওয পাঁচুয়া গ্রামে ৫২-র ভাষা শহীদ আব্দুল জব্বার এর জন্ম ও জাদুঘর  রয়েছে। এই জাদুঘরে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারীতে হাজার হাজার মানুষ আসে ভাষা শহীদ আব্দুল জব্বারের জন্ম স্থানও জাদুঘর দেখার জন্য ও তার সম্পকে জানতে

১)ভাষা শহীদ আব্দুল জব্বার এর ছবি । ২)ভাষা শহীদ আব্দুল জব্বার এর সৃতি জাদুঘর।

 



  • এবং এখানে ভাষা শহীদ স্মরনে আয়োজন করা হয় বিভন্ন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এ সব  অনুষ্ঠান প্রায় দীঘ দিন ধরে চলে থাকে। এ অনুষ্ঠানের  মধ্যে রয়েছে— প্রথম দিন ভাষা শহীদ এর আত্তার মাগফিরাত কামনা ও তার জীবনি সম্পকে বিস্তারিত আলোচনা। দ্বিতীয় দিনআয়োজন করা হয় বিভিন্ন প্রকার নাচ গান সম্বলিত সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩য় দিন আয়োজন করা হয় বিভিন্ন প্রকার খেলাধুলাও ভাষা শহীদের নিয়ে লেখা বিভিন্ন বই পড়া। তাছড়া নানা প্রকার অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মহান ব্যক্তির জন্য। এ উপলক্ষে কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া, সিলেট, ঢাকা  নারায়নগঞ্জ বরিশাল ,চট্রগ্রাম,রাজশাহী,ইত্যাদি জেলা সহ  বাংলাদেশের বিভিন্ন জেলা এবং ভারত হতে বহু মানুষের শুভাগমন ঘটে।

যাতায়তঃ- গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট/রেল স্টেশন/জব্বার চত্তর/বাস স্ট্যান্ড থেকে সিএন জি/ রিক্সা /বাস/অটো রিক্সা যোগে পাঁচুয়া বাজারে আসা যায়।

ভাড়ার হার- ১০-১৫ -২০ টাকা। (জনপ্রতি)